০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৬, ৮ জুলাই ২০২৪

ঘাতকদের নিরাপত্তা দিয়ে সরকার দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করেছে: রাব্বি

ঘাতকদের নিরাপত্তা দিয়ে সরকার দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করেছে: রাব্বি

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩৫ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। প্রতিমাসের মত সোমবার সন্ধ্যায় নগরের শেখ রাসেল পার্কে এই আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট৷

এ সময় ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘সরকার বিচার ব্যবস্থাকেই কেবল ধ্বংস করেনি সংবিধানে উল্লেখিত নাগরিকের মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ক্ষমতায় থাকার প্রয়োজনে আমলা, পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানকে অবাধে দুর্নীতি করার সুযোগ দিয়েছে, তাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করার সুযোগ করে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে দলীয় লোকদের বসাতে গিয়ে শিক্ষাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে।’

তিনি আরও বলেন, ‘খাদ্য-মূল্য লাগামহীনভাবে বেড়ে চললেও মানুষের প্রতি কোন দায় বোধ সরকারের নেই। মানুষের দুঃখ-কান্নায় তাদের কর্ণপাত নেই।’
সরকারের অনিচ্ছার কারণে ১১ বছরেও ত্বকী হত্যার তদন্ত শেষে র‌্যাবের তৈরি করে রাখা অভিযোগপত্রটি আদালতে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি৷

রাব্বি বলেন, ‘সরকার ত্বকীর ঘাতকদের নিরাপত্তা দানের মধ্য দিয়ে দেশে সামাজিক ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করেছে, নারায়ণগঞ্জসহ সারা দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খেলাঘরের রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ৷

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী; দুদিন পর তার লাশ মেলে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খালে। এরপর থেকে বিচার শুরু ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সর্বশেষ

জনপ্রিয়