০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রকাশিত: ২১:২০, ৫ জুন ২০২৪

কাভার্ড ভ্যানের ভেতর ১০০ বোতল ফেন্সিডিল ও ৫০ কেজি গাঁজা

কাভার্ড ভ্যানের ভেতর ১০০ বোতল ফেন্সিডিল ও ৫০ কেজি গাঁজা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের ভেতর থেকে ১০০ বেতাল ফেন্সিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এই সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নুরুন্নেছা মার্কেটের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ।
এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা ওরফে মাইন উদ্দিন ওরফে হাসান (২৯)। তিনি কুমিল্লা সদরের মঞ্জিল হোসেনের ছেলে।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন ব্যক্তি একটি বড় কার্ভাড ভ্যানে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পালিয়ে যায়, তবে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। পরে নম্বর প্লেটবিহীন কাভার্ড ভ্যানের ভেতর থেকে দুই বস্তার ভেতর ৫০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করে।

পুলিশ জানায়, পলাতক আসামি বিল্লাল হোসেন রনি (৩২) ও মো. শাহীন স্টার শাহীন (৩৫)। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়