০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৪, ১৬ জুলাই ২০২৪

দূষণের অভিযোগে বন্দরের এক কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা 

দূষণের অভিযোগে বন্দরের এক কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা 

পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরের ডং জিন লঙ্গারভিটি ইন্ডাস্ট্রিস লিমিটেড নামের এক কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে এই অভিযান চালায় সংস্থাটি।  

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ গ লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক লক্ষনখোলা, বন্দর,  নারায়ণগঞ্জ এ অবস্থিত ডং জিন লংঘারভিটি  ইন্ডা লিমিটেড নামক কারখানাকে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সহযোগিতা করে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়