০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৭, ২৬ জুন ২০২৪

আপডেট: ২১:৪৪, ২৬ জুন ২০২৪

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, শ্রমিক নিহত

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন৷ এ ঘটনায় নিখোঁজ আছেন আরও একজন৷ বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ফতুল্লা ডিপোর জেটিতে নোঙর করা ট্রলারে আগুন লাগে৷

বিকেল পৌনে চারটার দিকেও আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ৷

তবে আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়ে তিনি বলেন, জ্বালানি দাহ্য তেল হওয়াতে আগুন নেভাতে সময় লাগবে৷ আগুন নেভাতে ১০টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি৷

ফখরউদ্দিন বলেন, আগুনে দগ্ধ হয়ে একজন শ্রমিক মারা গেছেন৷ নিখোঁজ আছেন আরো একজন৷

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ট্রলারে থাকা জ্বালানিভর্তি ড্রাম বিস্ফোরিত হয়েছে বলে ধারণা পুলিশের৷

মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, ‘ডিপো থেকে তেলভর্তি করে ড্রামগুলো ট্রলারযোগে বরিশালের মনপুরায় যাবার কথা ছিল৷ দুপুরে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা পেট্রোল, ডিজেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়।’

ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারের ভেতরে ৪ জন ছিল। তারা ভেতরে রান্না করছিল।
 

সর্বশেষ

জনপ্রিয়