০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৯, ১১ জুন ২০২৪

বকেয়ার দাবিতে টোটাল ফ্যাশনের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়ার দাবিতে টোটাল ফ্যাশনের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গত মে মাসের বকেয়া বেতন ও ঈদ-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১১ জুন) দুপুর সোয়া ১২টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় বিক্ষোভ করেন তারা।

শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের পরিদর্শক সেলিম বাদশা জানান, টোটাল ফ্যাশন লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ চালায়। পরে পুলিশ কারখানা মালিকপক্ষের সাথে যোগাযোগ করে আগামীকাল (বুধবার) বেতন পরিশোধের ব্যাপারে আশ্বাস পেয়ে মহাসড়ক ছেড়ে দেয়।

কারখানার শ্রমিকরা বলেন, মাসের শুরুর দিকে বকেয়া পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত তারা তা পাননি। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক। “বেলা একটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।”

সর্বশেষ

জনপ্রিয়