০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৮, ২৮ মে ২০২৪

আড়াইহাজারে রিকশা চালক খুনের ১৬ বছর পর দুইজনের যাবজ্জীবন

আড়াইহাজারে রিকশা চালক খুনের ১৬ বছর পর দুইজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রিকশাচালকের গলাকেটে হত্যার ঘটনার ১৬ বছর রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন অপর তিন অভিযুক্ত। মঙ্গলবার (২৮ মে) দুপুরে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা।

দণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. আবুল হোসেন ও আড়াইহাজারের সুলপান্দি এলাকার সালাউদ্দিনের ছেলে মো. উকিল। 

মামলার নথির বরাতে আইনজীবী রহিম বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজার উপজেলার একটি বিলে পুকুরের পাশে ঝোপের মধ্যে ওসমান নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামরা দায়ের করেন। পুলিশ তদন্তে ৫ জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় আদালতে।

সর্বশেষ

জনপ্রিয়