০৮ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৪, ৫ জুলাই ২০২৪

পদাবনতি বা পদোন্নতি দিয়ে দুর্নীতি ঠেকানো যাবে না: মেনন

পদাবনতি বা পদোন্নতি দিয়ে দুর্নীতি ঠেকানো যাবে না: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে সর্বগ্রাসী দুর্নীতি যে ভাবে সবকিছু খেয়ে ফেলছে তার হাত থেকে দেশ বাচাঁতে সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান। এ ক্ষেত্রে টোটকা বা মলম লাগিয়ে পদাবনতি অথবা পদোন্নতি করে দুর্নীতি ঠেকানো যাবে না। অবিলম্বে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে দুর্নীতিবাজদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপিরিমেন্ট হলে নারায়ণগঞ্জ জেলা কমিটির বর্ধিত সভায় এসব কথা বলেন।

পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য নূর আহমেদ বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বাহ আলী খান কলিন্স, মোতাসিম বিল্লাহ সানি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য গোলাম মোস্তফা সাচ্, বাহার উদ্দিন, মাইন উদ্দিন বারী,  এইচ রবিউল, অহিদুজ্জামান, ওমর ফারুক নাছির, আবুল হোসেন পাঠান এবং জেলার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। 

সভায় জেলা পার্টির সাংগঠনিক রিপোর্ট উত্থাপন ও সভা পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা।

সর্বশেষ

জনপ্রিয়